চট্টগ্রাম • চট্টগ্রামের লালদীঘি মাঠে যুবলীগের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল এ মামলা করেন।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন গনমাধ্যমকে বলেন, মামলায় পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা দেড়শজনকে আসামি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-