ডেস্ক রিপোর্ট • ফেনীতে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ২৮ হাজার ৩৮০ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আটক মো. সাইফুল ইসলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান জানান, সোমবার রাতে ফেনীর মহিপালে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পালাতে গেলে সাইফুলকে আটক করা হয়। পরে তার ট্রাভেলস ব্যাগ থেকে ২৮ হাজার ৩৮০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।
এএসপি নুরুজ্জামান আরো জানান, সাইফুল ও উদ্ধার ইয়াবাসহ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-