সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল•
পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দয্য বৃদ্ধিতে পৌরসভার কর্তৃক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথমদিন (১২ নভেম্বর) মঙ্গলবার পৌরসভার মেয়রের নির্দেশে পৌর কর্তৃপক্ষ কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকা থেকে শতাধিক ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেয়া হচ্ছে।
এছাড়াও সকলের স্বার্থে অপরিকল্পিত সব স্থাপন সরিয়ে নেয়া হবে। এর আগে গত ১০ নভেম্বর সুগন্ধা পয়েন্টে পরিচ্ছন্ন ও সচেতনতামূলক সভায় ঘোষনা দেন পৌরসভার মেয়র মজিবুর রহমান।
যার ফলসূতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পৌর এলাকার সব ব্যানার, পোষ্টার, ফেস্টুন ও অপরিকল্পিত স্থাপনা সরিয়ে ফেলবে পৌর কর্তৃপক্ষ। এই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-