চট্টগ্রাম • নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ও ফেনী জেলার মহিপাল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৪৭ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি জানায় র্যাব।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার ছিটপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন সিরাজ (৩০) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২)।
র্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মো. মাশকুর রহমান বলেন, জসিম উদ্দিন সিরাজ কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে এসেছিলেন। পরে চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সাইফুলও কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসেছেন। চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনের বাসে করে সেই ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পৃথক দুটি অভিযান চালিয়ে জসিম উদ্দিন সিরাজকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ ও সাইফুল ইসলামকে ফেনীর মহিপাল থেকে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও এবং ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-