গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে জমে থাকা পানিতে ডুবে ৬ বছর বয়সী রিয়াজ নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। সে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প ই-বল্কের মোহাম্মদ ইউনুছের পুত্র। তার রুম নম্বার ১৩৭।
তথ্য সূত্রে জানা যায়, ৮ নভেম্বর শুক্রবার বিকেলে টেকনাফ হ্নীলা ইউনিয়ন আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি খোলা জায়গায় খেলছিল শিশুটি। খেলা শেষ করে পাশের পাহাড়ি ছড়ায় গোসল করতে নামলে রিয়াজ নামে এক রোহিঙ্গা শিশু নিখোঁজ হয়ে যায়। এরপর আশেপাশের রোহিঙ্গারা এগিয়ে এসে অনেকক্ষন খোঁজাখোজি করে। অবশেষে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় পানির ছড়া থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের ডেভেলমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, পাহাড়ি ছড়া থেকে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে আইওএম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়টি পুলিশকে অবহিত করে লাশটি দাফন করার প্রক্রিয়া চলছে।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের (ইনচার্জ)পরিদর্শক মোহাম্মদ মনির জানান, এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কি কারণে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-