নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩৬ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ৬ নভেম্বর সকাল ৮টা হতে ৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —-
কক্সবাজার সদর থানার মামলা নং-২৪, তাং-০৭/১১/২০১৯ ইং ধারা-মানব পাচার ও প্রতিরোধ আইন ২০১২ সনের ১২/১৩ ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১.শিউলি আক্তার (১৯), পিতা- জামাল উদ্দিন, মাতা- আনোয়ারা বেগম, সাং- নবগ্রাম, গাজীর খেওয়া পূর্ব বাটির টেক রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী
২.লিজা আক্তার প্রকাশ লিমা(২০), পিতা- আছমত আলী, (ম্যারিজ সিগারেটের ম্যানেজার) মাতা- মৃত তারা বানু, সাং- বানুগঞ্জ, আর্মি কলোনীর ২য় রুম, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।
৩. ডেইজি আক্তার(২৩), পিতা- ইসমাইল, মাতা- তৈয়বা, সাং- সিলঘাটা, অলিখ মসজিদের পূর্বে/ বাবুলের বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
৪. হোসনেয়ারা (১৯), পিতা- মোঃ হোসেন, সাং- চন্দ্রিমা মাঠ, কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন এর পূর্বে, থানা ও জেলা- কক্সবাজার।
৫. নীলা মল্লিক(২২), পিতা- মিলন মল্লিক, মাতা- ঊষা মল্লিক, সাং-মালুমঘাট, চা বাগান, গীর্জার পাশে দুলালের বাড়ী, চাবাগান, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
৬. কোহিনুর(১৯), পিতা- আব্দুর রশিদ, মাতা- ছমুদা খাতুন, সাং- উনৃবনিয়া, বর পাড়া, উলামিয়ার বাড়ী, পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
৭. ফাতেমা(৩৫), পিতা- মৃত ফজলুল হক খান, মাতা- মৃত সরুফা বেগম, সাং- খান বাড়ী, নাগের গাও থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ।
৮. মনজুর আলম খোকন(২২), পিতা- গুরা মিয়া, মাতা- রেজিয়া বেগম, সাং- ইসলামপুর নাপিতখালী, উজির আলীর বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
৯. মোঃ ইয়াছিন(২২), পিতা- মেজবাহ উদ্দিন, মাতা- নুর জাহান, সাং-হাতিঘাটা, ০৩ নং ওয়ার্ড, শুক্কুর আলী মাষ্টারের বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁপদপুর,
১০. জাফর আলম(৩০), পিতা- মৃত বদি উজ্জামান, মাতা- মৃত নুর আয়েশা,সাং- আলী আকবর পাড়া, হাজী বদিউজ্জামানের বাড়ী, থানা- টেকনাদফ, জেলা- কক্সবাজার।
১১. সালমা (২০), পিতা- সিরাজ বেপাড়ী, মাতা- সরলা বানু, সাং- শরীয়তপুর/কাকদী, ০৬ নং ওয়াড, থানা- পালং, জেলা- শরীয়তপুর।
১২. মোছন আক্তার(২৪), পিতা- জাকের আহমদ, মাতা- গোল বাহার, সাং-বিল্লাছড়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার।
১৩. মহিনুর (২২), পিতা- মোস্তাক মিয়া, মাতা- রাশেদা, সাং- চাওচা , মধ্যপাড়া, থানা- মোকসেদপুর, জেলা- গোপলগঞ্জ।
১৪. কহিনুর (২৪), পিতা- মোস্তাক মিয়া, মাতা- রাশেদা, সাং- চাওচা , মধ্যপাড়া, থানা- মোকসেদপুর, জেলা- গোপলগঞ্জ।
১৫. এ্যানি আক্তার(২৭), পিতা- নুর আহমদ, মাতা- রাবেয়া বেগম, সাং- নজির পাড়া, সৈয়দ নুরের বাড়ী, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার।
১৬. চাঁদনী(১৯), পিতা- জহির আহমদ, মাতা- হোছনে আরা, সাং-মাইজদী পশ্চিম পাড়া, রাসেলের মুদির দোকানের পাশে, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী।
১৭. তানিয়া (৩৩), পিতা- নুরুল হক, মাতা- লতিফা বেগম, সাং- মুত্তারপুল, ০৪নং ওয়ার্ড, সাইদুরের মুদির দোকানের সামনে, থানা- চারঘাট, জেলা- রাজশাহী,
১৮. রূপা আক্তার সোমা(২৩), পিতা- আব্দুল রব, মাতা- মৃত ফেরদৌসী, সাং- কাশিপুর, হাজী বাড়ী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।
১৯. নুর নাহার(২৫), পিতা- আবুল কাশেম, মাতা- মোহছেনা খাতুন, স্বামী- আসিফ, সাং- দিঘীরপাড়া, পদুয়া, আবুল কাশেমের বাড়ী, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।
২০. প্রিয়া মনি প্রঃ মীম (১৯), পিতা- খুরশিদ, মাতা- ছকিনা বেগম, সাং- রহিমপুর, আলমগীর চেয়ারম্যানের বাড়ীর পাশের্^, পোষ্ট- চৌমহনী, থানা- বাঙ্গুরা, জেলা- কুমিল্লা।
২১. রোজিনা আক্তার প্রঃ জান্নাত(২০), পিতা- জাফর আলম, মাতা- আনোয়ারা বেগম, সাং- কলাতলী চন্দ্রীমার মাঠ, মাদ্রাসার পশ্চিমে, থানা ও জেলা- কক্সবাজার।
২২. রহিমা বেগম (২৫), পিতা- আব্দুল্লাহ, (রিক্সা চালক), মাতা- মৃত নুরজাহান, সাং- গোবিন্দখিল, তিতা গাজীর বাড়ী, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম।
২৩. লায়লা বেগম(২৮), পিতা- মৃত কামাল হোসেন, মাতা- মৃত ছালমা খাতুন, সাং-উত্তর উজানিয়াপাড়া, উপরের বাজার, ছৈয়দ আলমের বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
২৪। সাবের আহম্মদ প্রকাশ নাছির (৩৫) পিতা-আক্তার কামাল, মাতা-সাহেলা বেগম, সাং-নতুন বাজার, মেহেদী পাড়া/মৌলভী আনছার আলী পাড়া, বড় মহেশখালী, থানা-মহেশখালী,বর্তমানে নুর নাহারের ভাড়া বাসা, মধ্যম কুতুবদিয়া পাড়া, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
২৫. সাইফুল ইসলাম (৩০) পিতা-নুরুল ইসলাম, সাং-পূর্ব কুতুবদিয়া পাড়া (সাদ্দামীয়া দোকানের পাশে ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার,
২৬. মোঃ শাকিল (২৫) পিতা-আব্দুল হক, সাং-ধোয়াপালং, ০৬ নং ওয়ার্ড, ফরিদের বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার
২৭. মোঃ জামাল (২৪) পিতা-মোঃ ইসমাইল, সাং-ধোয়াপালং, মোহাম্মদ আলীর বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার।
২৮. মোঃ কামাল (২৬) পিতা-আব্দুল হামিদ, সাং-ধোয়াপালং, ০৬ নং ওয়ার্ড, ফরিদের বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর থানার নন এফআই আর নং-৪৪১/১৯, তাং- ০৭/১১/১৯খ্রিঃ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২৯. মাহবুব আলম, পিতা- মোস্তাফিজুর রহমান, সাং- গোরকঘাটা, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার,
৩০. নুরুল আবছার, পিতা- ছৈয়দুল হক, সাং- টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার,
৩১. শাকিল আহমেদ, পিতা- মৃত মোজাফফর আহমদ, সাং- নতুন বাহারছড়া, ২নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার,
কক্সবাজার সদর থানার মামলা নং-২৩, তাং- ০৭/১১/১৯খ্রিঃ ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩২. নজির মিয়া, পিতা- মৃত বাদশা মিয়া, সাং- লামাজি পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার,
কক্সবাজার সদর থানার মামলা নং-২০(১১)১৯, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩৩. আব্দুল মাজেদ, পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- ওয়াংছড়ি, ২নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সাবাজার
কক্সবাজার সদর থানার মামলা নং-২৫(১১)১৯, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩৪. আব্দুল্লাহ আল মাহমুদ, পিতা- আঃ রাজ্জাক, সাং- মেগার পটল, গাবছাড়া, থানা- ভুয়াপুর, টাঙ্গাইল, বর্তমানে- ঝালসুকার রোড, থানা- সাবার, জেলা-ঢাকা।
৩৫. নয়ন ইসলাম, পিতা- মোঃ শরিফুল, সাং- শাহজানি বারড়া ইউপি, থানা- নাগার পুর, জেলা- টাঙ্গাইল।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। কামাল হোসেন, পিতা- ছাব্বির হোসেন, সাং- বিডিআর ক্যাম্প সিকদার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-