কক্সবাজার সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস

নিজস্ব প্রতিবেদক •

বিশ্বের বৃহত্তম শরনার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। এসময় ইউএসএইড এর একটি ডেলিগেশন টিম সাথে রয়েছে।

সূত্রে জানা যায়,সফরকালে এলিস ওয়েলস কক্সবাজারের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করবেন এবং শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর অবস্থা পর্যবেক্ষণ করবেন।

আরও খবর