ডেস্ক রিপোর্ট • নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন কর্মকর্তা। এ সময় ১০০পিস ইয়াবা, একটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার উত্তর-পশ্চিম একলাশপুর এলাকার কাথাওয়ালার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একলাশপুর এলাকার কাথাওয়ালার বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এসময় মাদক কারবারি আমির হোসেন লিটন (২৮) ও আব্দুর রশিদ সায়েম (২০)- কে গ্রেফতার করে দলটি।
ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে গ্রেফতারকৃতদের সহযোগীরা মরিচের গুঁড়া ও ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের তিন কর্মকর্তা আহত হন। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। আহত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন- এসআই জাকির হোসেন (৪০), এসআই সাঈদ মিয়া (৪১) ও এএসআই হেলাল উদ্দিন (৩৫)। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান শেখ জানান, মাদক কারবারি লিটন ও সায়েমকে মাদকদ্রব্য ও অস্ত্রসহ গ্রেফতার করে আনার সময় তাদের সহযোগীরা হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে জখম করেছে।
আহত এসআই সাঈদ মিয়া, ও এস আই জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এএসআই হেলাল উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-