সেন্টমার্টিন উপকূলে জাহাজ-ট্রলার সংঘর্ষ: নিহত ৩, জীবিত উদ্ধার ১২

ডেস্ক নিউজ •সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ১২ জনকে।

বুধবার বিকেলে গভীর সমুদ্রে জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই ট্রলারটি সমুদ্রে মাছ ধরার সময় একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা জেলেরা পানিতে পরে যায়। পরে তাদের মধ্যে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও তিনজনকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।

এ ঘটনায় এখনও আরো বেশ কয়েকজন নিখোঁজ আছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী।

আরও খবর