ডেস্ক রিপোর্ট • নারায়ণগঞ্জ সদরে আসামি ছিনিয়ে নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উপর হামালা চালানো হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আহত বেলায়েত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহী।
মঙ্গলবার দুপুরে ওই উপজেলার টানবাজারে এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবা সম্রাজ্ঞী শাহানাজ ওরফে বিউটিকে আটক করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যালি বাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীমকে আটক করা হয়। তাকে ছিনিয়ে নিতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা আমাদের উপর হামলা করে। এ সময় আমাদের এক সিপাহী আহত হয়েছেন। হামলার পর ৪০টি ইয়াবাসহ ইয়াবা সম্রাজ্ঞী শাহনাজ ওরফে বিউটিকে আটক করা হয়েছে। পরে স্থানীয় ও সদর থানার পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদের নিয়ে আসি।
শামসুল আলম আরো বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় সরকারি কাজে বাধা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-