রামুতে ইয়াবাসহ দুই পাচারকারী আটক: মোটরসাইকেল জব্দ

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল •


রামু ক্রসিং হাইওয়ে পুলিশের তল্লাশিতে ইয়াবাসহ দুই পাচারকারী ধরা পড়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহ্নত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

৪ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে রামুক্রসিং হাইওয়ে থানাধীন জোয়ারিয়ানালার রাবারবাগান নামক স্থানে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামগামী একটি মোটরসাইকেলে অভিযান চালিয়ে ২ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট-সহ দুই পাচারকারীকে অাটক করে এবং মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে।

আটককৃতরা হলেন, মোঃ রশিদ আহম্মদ (২৬) ও শফিকুল ইসলাম(২৫)।

এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে।

আরও খবর