চট্টগ্রাম • চট্টগ্রামে ১৯ হাজার ১১৫ ইয়াবাসহ সৌদিয়া পরিবহনের এক বাসচালককে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ ইউনুস কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং কালা সিকদারপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
র্যাব-৭ এর এএসপি মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের বাসে চট্টগ্রামে ইয়াবা আসছে। এমন সংবাদে শাহ আমানত সেতু এলাকায় বাসটি তল্লাশি চালিয়ে ইউনুসকে আটক করা হয়। এ সময় কৌশলে লুকানো ১৯ হাজার ১১৫ ইয়াবা ও বাসটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯৫ লাখ ৫৭ হাজার টাকা।
তিনি আরো বলেন, বাসচালক সেজে ইউনুস দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছেন। তিনি কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-