বিনোদন ডেস্ক • ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির একটি সাধারণ পরিবারে জন্ম হয় একটি শিশুর। নাম শাহরুখ খান। দিল্লির গলি থেকে উঠে আসা এই ছেলেটিই এখন বলিউডের বাদশা। আজ তার ৫৪ তম জন্মদিন।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন শাহরুখ খান। একটা ছবির জন্য নিচ্ছেন ৪৫ কোটি রুপি। অথচ তার প্রথম রোজগার ছিল ৫০ টাকা। গায়ক পঙ্কজ উদাসের একটা কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন তিনি। বর্তমানে তার অর্থ-সম্পদের পরিমাণ ২৫০০ কোটি রুপি-এরও বেশি।
১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর শাহরুখ খান ৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার অধিকাংশই ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। কমেডি, রোমান্স, অ্যাকশন, খল সবধরনের অভিনয়ই করেছেন এই তারকা।
২৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। শাহরুখ খান ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। পেয়েছেন আইফা, স্ক্রিন অ্যাওয়ার্ডস। চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অর্দ্র দে আর্ত এ দে লেত্র ও লেজিওঁ দনর সম্মাননায় ভূষিত করে। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার এখনও অধরা রয়ে গেছে শাহরুখের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-