কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ৩১ অক্টোবর সকাল ৮টা হতে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন..

১। মোঃ আজিজ, পিতা- মৃত আব্দুল গনি, সাং- ঈদগাঁও কালির ছড়া, তারাবুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

২। খালেদা বেগম, স্বামী- মোঃ আজিজ, সাং- ঈদগাঁও কালির ছড়া, তারাবুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩। মোঃ ইব্রাহীম, পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- পাহাড়তলী হালিমা পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪। হাসিনা বেগম, স্বামী- মৃত নজরুল ইসলাম, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৫। শফিকা, স্বামী- মোঃ হাসেম, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৬। মোঃ আবদুল আমিন, পিতা- আনোয়ার মিয়া, সাং- উলুচামারী, পেঠানের বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।

৭। বেলাল উদ্দিন, পিতা- আলহাজ মৌলভী এসএম আতিকুর রহমান, থানা ও জেলা-কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। শাহ অলি উল্লাহ, পিতা- মৃত হাজী ছাদেক আহমদ, সাং- ঝাউতলা গাড়ীর মাঠ, থানা ও জেলা-কক্সবাজার।

২। ইমাম হোসেন, পিতা- হারুনর রশিদ, সাং- তেলীপাড়া জালালাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

৩। শাহ আলম, পিতা- মৃত নুর আহমদ, সাং- মধ্যম ইমাখালী চৌদ্দ কাইন্যা পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর