নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। শনিবার পরীক্ষা শুরু হবে।
এবার উপজেলায় ৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮’শ ৪৭ জন। জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩৭ জন। আর জেডিসির কেন্দ্র সংখ্যা ১টি।এবার উপজেলায় ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৪হাজার ৬’শ ৮৪ জন।
উপজেলায় কেন্দ্রওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা:
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষায় উপজেলার ৪ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮’শ ৪৭ জন।উখিয়া উপজেলার উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১১৬৯ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২৭ জন, কুতুপালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৪৩ জন এবং পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৬০৮ জন।
এছাড়া জেডিসি পরীক্ষায় রাজাপালং এম, ইউ ফাজিল মাদরাসা কেন্দ্রে ৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি আল আমিন মোহাম্মদ পারভেজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল আমিন মোহাম্মদ পারভেজ বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র যথাসময়ে পৌঁছানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেন, পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-