বন্ধ জন্মনিবন্ধন খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপের আশ্বাস স্পিকারের

ইমাম খাইর •


কক্সবাজার জেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ জন্মনিবন্ধন খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গুরুত্বসহকারে আলাপ করবেন বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী।

তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে জন্ম নিবন্ধন প্রক্রিয়াটি কক্সবাজারসহ ৬টি জেলায় বন্ধ রাখে সরকার। যে কারণে স্থানীয়রা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের প্রস্তাবের ভিত্তিতে ডঃ শিরীন শারমিন এই কথা বলেন।

শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছেন। তিনি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশের উর্ধ্বতন কর্মকতারা তাঁকে বরণ করে নেন। কক্সবাজার সফরকালে স্পীকার শিরিন শারমিন চৌধুরী হোটেল রয়েল টিউলিপ অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত সংলাপে অংশ নেবেন। এ সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি শুক্রবার সকালে কক্সবাজার এসে পৌঁছেছেন।

আরও খবর