টেকনাফে র‌্যাবের অভিযানে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা একটি আভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর রাত ৮টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ দল গোপন সংবাদের তথ্য অনুযায়ী হোয়াইক্যং বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে তার ভিতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অভিযানে এই ইয়াবা গুলোর সাথে জড়িত নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প ১৬ এর ব্লক-ই-৪ এর বাসিন্দা ইসমাঈল হোসেনের পুত্র মোঃ আব্দুল হামিদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ সহকারী পরিচালক মিডিয়া এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করার পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর