কোটবাজারের দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু ছিদ্দিকের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির ৩য় তম কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়ে সকলের দোয়া চেয়েছেন বর্তমান সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর।
৩০ অক্টোবর বুধবার মনোনয়ন জমার শেষ দিনে নির্বাচন কমিশনার সেলিম কায়সারের নিকট তিনি মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
এইসময় আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর বলেন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির টানা ২য় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছি। এই সময়কালে বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দুঃখ-দুর্দশা লাঘবে সবার আগে এগিয়ে এসেছি। বরাবরই প্রহরীর মত সবসময় সবার পাশে থেকেছি। অতীতের ন্যায় ভবিষ্যতে ও ব্যবসায়ীদের দাবী আদায়ে পাশে থাকার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
মনোনয়নপত্র জমাদানকালে সমিতির সদস্যসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,  কোটবাজার চৌধুরী শপিং কমপ্লেক্সের মদিনা ক্লথ স্টোরের প্রোপাইটার আলহাজ্ব আবু ছিদ্দিক দুই মেয়াদে কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এইছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করছেন।

আরও খবর