এম.এস রানা, উখিয়া
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হিলটপ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রী সুস্মিতা বড়ুয়া এখন জীবন মৃত্যুর মধ্যখানে দাড়িয়ে আছে শত বছর বাঁচার স্বপ্ন নিয়ে।
তার জীবন বাঁচানোর ২টি কিডনীই এখন বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। তার বাবা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন রুমখাঁ বড়বিল বড়ুয়া পাড়া গ্রামের দিন মজুর অজিত বড়ুয়া তার সহায় সম্বল বিক্রি করে এবং আন্তীয়স্বজনের নিকট ধার দেনা করে কোন রকম চিকিৎসা চালিয়ে গেলেও সুস্মিতাকে বাচাঁনোর জন্য যথেষ্ট নয়। প্রয়োজন কিডনী পুনঃ স্হাপন করা। বর্তমানে সুস্মিতা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছে।
অসহায় অজিত বড়ুয়া তার নয়নের মণি সুস্মিতা কে বাঁচাতে আকুল আবেদন জানিয়ে সমাজের বিত্তশালীর ও দানশীল ব্যাক্তিদের নিকট সাহায্য কামনায় হাত বাড়িয়েছে। আপনাদের একটু সমবেদনায় বেঁচে যেতে পারে ফুটফুটে একটি গোলাপ। কোন সুহৃদয়বান ব্যাক্তি সাহায্যের বাড়ান নিম্নোক্ত একাউন্টে।
টাকা পাঠানোর জন্য…
বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ কোটবাজার শাখা (একাউন্ট ১৩৩৪৬)
বিকাশ নং- ০১৮২৫২৫৬৯৯১
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-