নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার বাণিজ্যিক রাজধানীখ্যাত কোটবাজারের দোকান মালিক সমবায় সমিতির ৩য় তম কার্যকরী পরিষদ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন সওদাগর।
৩০ অক্টোবর বুধবার মনোনয়ন জমার শেষ দিনে নির্বাচন কমিশনার সেলিম কায়সারের নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন জমা শেষে সকলের দোয়া চেয়ে মোহাম্মদ হোসেন বলেন, উখিয়ার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অধিকার আদায়ে পাশে থাকার জন্য সমিতির সদস্যদের আগ্রহে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দিয়েছি। অতিতেও সমিতির বিভিন্ন পদে থেকে তাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও সমিতির সদস্যদের অর্থের নিরাপত্তা বিধান সহ অধিকার আদায়ে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্ । আমি সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ী মহলের নিকট দোয়া কামনা করছি।
মনোনয়ন জমাদানকালে সমিতির সদস্যসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এদিকে ৩১ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়ন যাছাই-বাছাইয়ের শেষ দিনে কোষাধ্যক্ষ পদে ব্যবসায়ী মোহাম্মদ হোসেন সওদাগরের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, মোহাম্মদ হোসেন সওদাগর কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণে পদে সততার সহিত দায়িত্ব পালন করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-