কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •


চকরিয়া বদরখালী থেকে যাত্রীবাহী সিএনজিতে ইয়াবা পাচারকালে পিছু ধাওয়া করে ১৯ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী মোড় এলাকা থেকে তাকে আটক করে।

র‍্যাব জানায়, চকরিয়ার বদরখালী সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ড হতে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা যোগে ইয়াবা ট্যাবলেট চট্টগ্রামে পাচারকালে র‍্যাবের আভিযানিক দল পিছনে ধাওয়া করে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ আলীর পুত্র মোঃ সেলিম (২৪) কে আটক করে। এইসময় আসামীর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৯ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৯৮ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত ইয়াবাসহ চট্টগ্রাম জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরও খবর