গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ ও সাবেক সচিব রিয়াজুল হক(বর্তমানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদে কর্মরত সচিবকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩১ অক্টােবর বৃহস্পতিবার সকার ১১ টার দিকে তাদের আদালত চত্বর থেকে আটক করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ভুয়া ১২টি প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছে ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ ও তৎকালীন সচিব রিয়াজুল হক। এরপর তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। উক্ত মামলায় তাদের আটক করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী। তিনি কক্সবাজার জার্নালকে জানান, দুর্নীতির মামলায় বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও সচিবকে আটক করা হয়েছে।
পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য তাদেরকে আদালতে প্রেরন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-