কক্সবাজারে সৈকতে ৪ ছিনতাইকারী ও মাদকসেবীকে আটক করেছে টুরিস্ট পুলিশ

শাহেদ মিজান •


কক্সবাজার সমুদ্র সৈকত ইনানী সমুদ্র সৈকত থেকে এক ছিনতাইকারী ও চার মাদকসেবীকে আটক করেছে টুরিস্ট পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আপেল মাহমুদ এই তথ্য জানান।

তিনি জানান, কক্সবাজার সমুদ্র সৈকত ও ইনানী সমুদ্র সৈকত ছিনতাইকারী ও মাদক সেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ইনানী টুরিস্ট পুলিশের টহল দল অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ভাই ভাই গ্রুপের সদস্য সোহেলকে (২০) আটক করে। সে উখিয়া উপজেলার বড় বড় ইনানী এলাকার তোফায়েল আহমেদের পুত্র। তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সৈকতের ঝাউবাগানে গাঁজা সেবনরত তিন মাদক সেবীকে আটক করে। সোমবার রাত দশটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদকসেবীরা হল- নরসিংদী জেলার পলাশ উপজেলার সরকার সর মিয়া বাড়ি এলাকার কফিল উদ্দিনের পুত্র মোঃ রিপন (২২), কক্সবাজার শহরের দক্ষিণপাড়ার আলমগীর টাওয়ার এলাকার আব্দুল হাকিম এর পুত্র নূর মোহাম্মদ (৩২) ও শহরের লাইট হাউজ পাড়া মৃত মোঃ হাশেমের পুত্র সাব্বির আহমদ (৪২)। তারা তিনজন কিটকট এর কর্মচারী। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, আটক চার ছিনতাইকারী ও মাদক সেবীকে উখিয়া থানা ও কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর