প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৪ জনকে আটক করেছে। গত ২৮ অক্টোবর সকাল হতে ২৯ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই আবু বক্কর ছিদ্দিক, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এএসআই লোকমান হোসেন, এএসআই মহিউদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১.জামাল উদ্দিন (২৫), পিতা-জিয়াবুল হোসেন, সাং-দ: মিঠাছড়ি, ০৭ নং ওয়ার্ড, নতুন বাজার ইউপি, থানা-রামু , জেলা-কক্সবাজার, বর্তমানে-ম্যানেজার, সী-টাউন কটেজ, থানা ও জেলা-কক্সবাজার,
২. জাহিদুল হদক(৩০), পিতা-নুর আলম, সাং-কচ্চপিয়া পুকুর পাড়, পাহাড়তলী, থানা ও জেলা-কক্সবাজার,
৩. সাহেব আলী (৩২), পিতা-আমির হোসেন, সাং-বগার গোত, ০৭ নং ওয়ার্ড, ব্যাপারি বাড়ী, করিমপুর ইউপি,থানা-নরসিংদি সদর,জেলা-নরসিংদি
৪. সাদ্দাম হোসেন(২৮), পিতা-মৃত শফি, সাং-পূর্ব সুয়াবিল কোরবান আলী হাজীর বাড়ী), ০৩ নং ওয়ার্ড, ফটিকছড়ি পেীরসভা, থানা-ফটিকছড়ি,জেলা-চট্রগ্রাম,
৫. সানি দে (২৫), পিতা-সমীর দে, সাং- পূর্ব ফটিকছড়ি,০৩ নং ওয়ার্ড, হারুয়ালছড়ি ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্রগ্রাম,
৬. সাইদুর জামান শাকিল(৩০), পিতা-আলী আহাম্মদ, সাং-চুংরম,০৯ নং ওয়ার্ড, করিম মেম্বারের বাড়ী, থানা-বুড়ীচং, জেলা-কুমিল্লা,
৭. তানজিলা আক্তার রিয়া (১৯), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-জেসমিন আক্তার, সাং-সরাইপাড়া, পাহাড়তলী, বহরা মসজিদ, থানা-পাহাড়তলী, সিএমপি, চট্রগ্রাম,
৮. কুলসুম আক্তার পিংকি(১৯), পিতা-মৃত হাসান, মাতা-ছবোরা বেগম, স্বামী-মো: তারেক, সাং-কলাতলী আদর্শগ্রাম, (শাহ আলমের বাড়ী), থানা ও জেলা-কক্সবাজার, পিতার ঠিকানা-আব্বাস খা এর বাড়ী, ০৬ নং ওয়ার্ড, নয়াপাড়া ইউপি, থানা-আলীকদম, জেলা-বান্দারবান,
৯. জোসনা আক্তার(১৯), পিতা-কামাল উদ্দিন প্র: জসিম, মাতা-রুবি বেগম, সাং-একেখান, ইস্পাহানী গোডাউনের পিছনে, মালিপাড়া বাজারের পাহাড়ের উপর মুরগী প্র: কুরা কামালের বাড়ী, থানা-আকবর শাহ, সিএমপি, চট্রগ্রাম,
১০. মেরি আক্তার(২০), পিতা-আবুল কাশেম, সাং-নতুন মুড়া পাড়া, ০৫ নং জোয়ারীনালা ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার,
১১. শারমিন আক্তার লিজা(২৩), পিতা-মো: রশিদ, মাতা-মিনা বেগম, সাং-হেলাল মাষ্টার এর বাড়ী, মাছিমপুর, ০৬ নং ওয়ার্ড, শালুয়া ইউপি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ,
১২. ইয়াছমিন নাহার শান্তা(১৯), পিতা-মিঠু হোসেন, মাতা-মনিরা বেগম, সাং-রামনগর, ০৩ নং ওয়ার্ড, তামিরুল মিল্লাত থানা-কোতয়ালী, জেলা-যশোর, ১৩. মোছা: তানিয়া আক্তার সুবর্ণা(১৯), পিতা-হান্নান মিয়া, মাতা-আমেনা আক্তার, সাং-বাওরবিল, খুনিয়া ইউপি, ০২ নং ওয়ার্ড, পো: হাটখোলা, থানা ও জেলা-নেত্রকোনা,
১৪. শারমিন আক্তার (২১), পিতা-মো: হাবীব মিয়া, মাতা-খতিজা বেগম, সাং- কলারঝিরি, ০৮ নং ওয়ার্ড, গাবতলী বাজারের পাশের বাড়ী (আলী মিয়ার বাড়ী) থানা-আলী কদম, জেলা-বান্দরবান,
১৫. প্রিয়া বেগম(২০), পিতা-কামাল হোসেন, মাতা-নাছিমা, সাং-সরাগী বাজার, মকবুল সওদাগর এর বাড়ী, থানা-উত্তর মতলব, জেলা-চাদঁপুর।
১৬. এরশাদ উল্লাহ, পিতা-রশিদ আহমদ, মাতা-সাদেজা বেগম, সাং-মধ্যম পোকখালী, ঈদগাঁও ইউপি,
১৭. অলি উল ইসলাম সুমন, পিতা-মৃত আবুদর রহমান, সাং-দক্ষিন বাহারছড়া, কক্সবাজার পৌরসভা, ১১ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
১৮. মোঃ আমান উল্লাহ, পিতা-কাদের হোসেন, সাং-সিপাহী পাড়া, ছোট মহেশখালী ইউপি, থানা-মহেশখালী, বর্তমানে দক্ষিণ ডিককুল, থানা ও জেলা-কক্সবাজার।
১৯. আব্দুস শুক্কুর, পিতা-মোঃ হোসেন, সাং-দক্ষিন ডিককুল, থানা ও জেলা-কক্সবাজার।
২০. আবুদল হামিদ, পিতা-মৃত আব্দুস শুক্কুর, সাং-গোদারবিল, ০৬ নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। জসিম, পিতা- আঃ কালাম, সাং- পূর্ব দরগা পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
২। আজিজ উদ্দিন, পিতা- মৃত মোঃ মোবারক আক্তার, সাং- আউলিয়া গেইট, থানা ও জেলা-কক্সবাজার।
৩। মোজাফফর আহাম্মদ, পিতা- মৃত লাল মিয়া, সাং- ঘোনার পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।
৪। আনোয়ার হোসেন, পিতা- নুরুল হক, সাং- গজালিয়া, ইসলামবাদ, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-