কক্সবাজারের সংগীত শিল্পী সুবর্ণা ইয়াবাসহ আটক

অনলাইন ডেস্ক : বিটিভির সিডিউলভুক্ত কক্সবাজারের সংগীত শিল্পী সুবর্ণা রুপাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা খিলগাঁওয়ের তিলপাড়া এলাকায় তাকে তার বাসা থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগরের রমনা অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম বলেন, সুবর্ণা রুপার কাছ থেকে ১০২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

কামরুল ইসলামের ভাষ্য, সুবর্ণা রুপা ইয়াবা বড়ি বিক্রি করতেন। তিনি ইয়াবা সেবনেরও ব্যবস্থা করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে ইয়াবা বড়ি সরবরাহকারী রুবেল নামের এক যুবককেও আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

জানা গেছে ,সংগীত শিল্পী সুবর্ণা রুপা বৈবাহিক সুত্রে কক্সবাজারে বসবাস করতেন।

আরও খবর