হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও

হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও

ডেস্ক রিপোর্ট • নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক বস্তা কনডম ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকার ‘মীম আবাসিক বোর্ডিং’ এসব কনডম ও ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন জানান, সোনারগাঁওয়ের মীম আবাসিক বোর্ডিংয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এছাড়াও আবাসিক বোর্ডিংয়ের নামে সেখানে ইয়াবা বিক্রিসহ অন্যান্য মাদক ব্যবসা পরিচালনা করছিল একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী।

গতকাল রোববার সন্ধ্যায় বোর্ডিংটিতে অভিযান চালিয়ে রুস্তম (২৫) ও আলাল (৩০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় বোর্ডিংটির ভেতর থেকে এক বস্তা কনডম ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরও খবর