মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সমুদ্র সৈকতর সুগন্ধা পয়েন্টে থেকে গাঁজা বিক্রেতা টং দোকানদার মোহাম্মদ মিজান (২৭)কে গাঁজা বিক্রির সময় কক্সবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এক অভিযান চালিয়ে হাতেনাতে গাঁজা সহ গ্রেপ্তার করেছে। শনিবার ২৬ অক্টোবর বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল নিশ্চিত করেছেন।
কক্সবাজার শহরের এন্ডারসন রোড উত্তর এলাকার মৃত এস্তাবুল হকের পুত্র ধৃত মোহাম্মদ মিজানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামীম হোসাইন ৩ দিনের কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। কারাদন্ড প্রাপ্ত মোহাম্মদ মিজান দীর্ঘ দিন ধরে বীচ এলাকায় টং দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-