কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মোহাম্মদ সাদেক (১৯) নামের এক তরুণকে আটক করেছে র্যাব। রোববার ভোররাতে টেকনাফের চাইল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫ এর একটি দল।
আটক মোহাম্মদ সাদেক টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে।
র্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রিজ এলাকায় একদল মাদক কারবারি মাদক মজুত করেছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়েছে। এ সময় মজুত করা ২৫৪ ক্যান বিয়ার ও ২৪ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক আইনে মামলা করে জব্দ করা মাদকসহ আটক সাদেককে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-