উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ডটকম

উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

২৬ অক্টোবর (শনিবার) বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুরের নির্দেশে এএসআই মোঃ শামীম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ কুতুপালং রোহিঙ্গা শিবিরে প্রবেশ করার রাস্তার মাঝামাঝি এলাকায় হোসেনের পানের দোকানের সামনে হতে ৮০ পিস ইয়াবা তাদের আটক করে।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশের হাসিমপুর এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র ইলিয়াস (৫০) ও উখিয়া উপজেলার লম্বাশিয়া এলাকার মৃত জাহেরের পুত্র রুবেল (৩০)।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার সকালে কোর্ট পুলিশের মাধ্যমে আদালতে চালান দেওয়া হবে বলে উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর জানিয়েছেন।

আরও খবর