কক্সবাজার শহরের কালুরদোকান সংলগ্ন এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যার ৭টার দিকে ওই ভবনের আগুন লাগে। আগুন বৃহৎ আকার ধারণ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী সাখাওয়াত হোসেন জানান, কালুরদোকান সংলগ্ন অপরাজিতা মহিলা হোস্টেলের পেছনের ওই ভবনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বাসিন্দাসহ আশেপাশের লোকজন আতঙ্খিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস দল প্রাণপণ চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-