আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশী বন্দুক, ১টি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটক ডাকাত কুতুপালং ৪নং ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে আবুল কালাম।
২৬ অক্টোবর (শনিবার) ভাের রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র-গোলাবারুদসহ তাকে আটক করা হয়।
ওই ক্যাম্পের হেড মাঝি মোঃ হোসন জানান, কিছু অস্ত্রধারী রোহিঙ্গা ক্যাম্পে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছিলনা। সে আরো বলেন, আবুল কালাম প্রকাশ কাছিম্মা আটক হলেও তার অন্যান্য সহযোগিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। এখন এদের আতঙ্কে রয়েছে রোহিঙ্গারা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪নং ক্যাম্প থেকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম নামের উক্ত সন্ত্রাসীকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১১রাউন্ড গোলাবারুদসহ আটক করেছে। আটককৃত সন্ত্রাসী বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-