উখিয়ার মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

কনক বড়ুয়া, উখিয়া •

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মনোরম পরিবেশে সমুদ্র নগরী কক্সবাজার জেলাস্থ উখিয়ার পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে দানরাজা কঠিন চীবর দানোৎসব অনুষ্টিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সকাল বেলায় সংঘদানের মধ্য দিয়ে অনুষ্টান আরম্ভ হয়ে দিনব্যাপীন উক্ত কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও মহাজন পাড়া মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত এস ধর্মপাল মহাথের’র সভপতিত্বে অনুষ্টান উদ্বোধন করেন মধ্যম রত্না রত্নাংকুর বিহারের পরিচালক জ্যোতিঃপ্রজ্ঞা থের। প্রধান জ্ঞাতির আসন গ্রহন করেন খয়রাতি পাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উক্ত কঠিন চীবর দান অনুষ্টানের প্রধান ব্রতী শোভানন্দ মহাথের।

প্রধান সদ্ধর্মদেশকের আসন অলংকৃত করে আগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত জ্যোতিঃপ্রিয় স্থবির।

এসময় আরো ধর্মীয় দেশনা দেন হিরারদ্বীপ শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ্য ইন্দ্রবংশ থের, দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের, কুতুপালং নবোদয় মৈত্রী বিহারের বিহার অধ্যক্ষ জ্যোতিঃলংকার থের, জ্যোতিঃমঙ্গল ভিক্ষু সহ প্রাজ্ঞপন্ডিত ভিক্ষুগণ। এসময় আরো উপস্থিত ছিলেন উখিয়ার শিক্ষক মেধু কুমার বড়ুয়া, এডভোকেট অনিল বড়ুয়া সহ বিভিন্ন গ্রাম থেকে আগত উপাসক- উপাসিকারা।

উপস্থাপনা করেন কুশল ভিক্ষু। এবং সবার সুবিধার্থে পঞ্চশীল প্রার্থনা করেন অত্র গ্রামের উপাসক বাবুলাল বড়ুয়া।

আরও খবর