নিজস্ব প্রতিবেদক •
চাল নিয়ে অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে র্যাব। এসময় একটি গুদাম সিলগালা করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালা উদ্দিন, গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের অবস্থান টের পেয়ে পালিয়ে যান কামরুল নামে আরেক কর্মকর্তা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল এ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে আমরা গুদাম সিলগালা করি।
তিনি আরও বলেন, গুদামটিতে ৫০ কেজির চালের জায়গায় ৩০ কেজির বস্তা মিলেছে। তাই সিলগালা করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আরও ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-