নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার জার্নাল ডটকমের ইনানী প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। কাজের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ লিখায় মোবাইল ফোনে তাকে এই হত্যার হুমকি দেয়া হয়। নিরাপত্তা বিবেচনায় এ বিষয়ে উখিয়া থানায় জিডি করছেন তিনি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, উখিয়া ইনানীর চেনছড়িতে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত শহীদ মিনারের কাজে অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে গত ১৭ অক্টোবর সংবাদ প্রকাশ করায় সর্বশেষ গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে ‘01816171700’ নাম্বার থেকে ফোন করে ঠিকাদার পরিচয় দিয়ে শাহজাহান নামের এক ব্যক্তি আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরও বলেন, হুমকিদাতা ফোনে হুংকার দিয়ে বলে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শহীদ মিনারের কাজে লবণাক্ত বালি, কংকর ইট সিমেন্ট নিম্নমানের দিয়ে কাজ চালালে তোমার সমস্যা কি? তোমার কেন এই বিষয়ে সংবাদ পরিবেশন করতে হবে? আমাদের বাধা দিলে সরকার দিবে, তুমি বলার কে? এসব তোমার মাথা ঘামানোর দরকার কি?
এক পর্যায়ে হুমকিদাতা বলে পরবর্তীতে যদি তুমি ফের নিউজ কর, তবে তোমার হাত কেটে নিবো সহ প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিক জাহাঙ্গীর আলম বর্তমানে কক্সবাজার জার্নাল ডটকম, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকা ও পল্লী টিভির উপকূলীয় প্রতিনিধি কক্সবাজার দক্ষিণ হিসেব কর্মরত আছেন।
এদিকে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে হুমকি দেওয়ায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক মহল।
উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ এ ধরনের হুমকি মেনে নেওয়া যায় না, হুমকিদাতাকে সনাক্ত করে কঠোর ব্যবস্থা হওয়া প্রয়োজন। সত্য তুলে ধরতে গিয়ে যাতে কোনো সাংবাদিক লাঞ্চিত না হয়। তারা দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-