কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১৬

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৬ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৩ অক্টোবর সকাল ৮টা হতে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন———–

১। মোঃ সায়েম, পিতা-মৃত আবু মুছা,সাং-আলী ফকির ডেইল, ০৭ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

২। আব্দুল আজিজ, পিতা-মৃত আব্দুল হামিদ, সাং- আলীর জাহাল, ০৫ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৩। সাদ্দানম হোসেন, পিতা-মৃত ছালেহ আহমদ, সাং-দক্ষিন রুমালিয়ার ছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪। মোঃ শহিদুল ইসলাম, পিতা-মমতাজ মিয়া, সাং-খুরুশকুল, পূর্ব হামজার ডেইল, থানা ও জেলা-কক্সবাজার।

৫। মোঃ আনামুল হক, পিতা-মৃত মোঃ জাফর, সাং-মনু পাড়া, বর্তমান- গাজীর ডেইল, খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার।

৬। সিরাজুল হক, পিতা- মৃত আঃ ফজল, থানা ও জেলা-কক্সবাজার।

৭। মোঃ রাশেদ, পিতা-সিরাজুল হক, থানা ও জেলা-কক্সবাজার।

৮। ছেনুয়ারা বেগম, স্বামী-সিরাজুল হক, লিংক রোড, মধ্যম মহুরী পাড়া, জরিনাগো বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।

৯। মোঃ ইয়াছিন, পিতা-নুর ইসলাম, সাং-চিনারীর দোকান,(পান বাজার), নুর ইসলামের বাড়ী, থানা-আলী কদম, জেলা-বান্দরবান। বর্তমান-ফতেনার ঘোনা, খোরশেদের ভাড়া ঘর, ০৭ নং ওয়ার্ড, পাহাড়তলী, থানা ও জেলা-কক্সবাজার।

১০। আঃ হামিদ, পিতা- ওমর হাকিম, সাং-কুতুপালং ক্যাম্প-০২ ব্লক-(৪) থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

১১। অভি, পিতা-মৃত নাছির উদ্দিন, সাং-হাসপাতাল সড়ক, হাসান কলোনী, থানা ও জেলা-কক্সবাজার।

১২। মোঃ ফরহাদ, পিতা-ফরিদুল আলম, সাং- এন্ডারসন রোড, (শাপলা নিবাস সংলগ্ন), থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে আসামীঃ

১।,আব্দুল রশিদ, পিতা-মনির আহমেদ, সাং-কালির ছড়া, উত্তর পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

২। নজরুল, পিতা-বাদশা মিস্ত্রী,সাং-পূর্ব টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩। মোঃ রুবেল, পিতা-মৃত গুরা মিয়া, সাং-কুলিয়া পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।

৪। মোঃ রফিক, পিতা-মফিজুর রহমান, সাং-মুহাজের পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর