ফুল ফুটেছে নুসরাতের কবরে, ছবি ভাইরাল

বহুল আলোচিত সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা হত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। সেই মামলার রায় আজ বৃহস্পতিবার।

এখন দেশের মানুষ তাকিয়ে আছেন বিচারকের আদেশের দিকে। রায় ঘোষণা করবেন ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

ন্যায় বিচারের প্রত্যাশায় প্রতিক্ষার প্রহর গুণছে নুসরাতের পরিবার। নুসরাত হত্যার বিচার চেয়ে মানুষ ফেসবুকে সরব ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সমাজের প্রায় প্রতিটি স্তরে এ ঘটনা নিয়ে সমালোচনা ওঠে। আগে নুসরাতের ছবি ফেসবুকে ভাইরাল ছিল। এখনও একটি ছবি ফেসবুকে ভাইরাল। তবে সেটি নুসরাতে কবরের। তার কবরে লাগানো ফুলের গাছে ফুল ধরেছে। কবরে ফোটা একটি গোলাপের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

আর ফেসবুকে সবাই তা নিয়ে মন্তব্যও করছে। তাতে লিখেছে … ‘ফুল ফুটেছে রাফির কবরে ফেনীর আদালত থাকবে সারা দেশের মানুষের নজরে’।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তাঁর মা শিরিনা আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করলে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বোরকা পরা পাঁচ দুর্বৃত্ত। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যু হয়।

আরও খবর