কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২২ অক্টোবর সকাল ৮টা হতে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন———–
১। আবুল বাশার , পিতা- মোঃ শরীফ, সাং- দক্ষিণ নলবিলা সোনাজান পাড়া, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
২। মোঃ ওসমান, পিতা- আব্দুল মালেক, সাং- পূর্ব ববড় ভেওলা, ৭নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
৩। রাবেয়া বেগম, পিতা- মৃত চেহের আলী, সাং- মামুন পাড়া, খুুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।
৪। হামিদ হোসেন, পিতা- ফরিদুল আলম, সাং- দক্ষিণ কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
৫। হাসিনা বেগম, স্বামী- আব্দু শুক্কুর, সাং- এমআরসি-৯৫৯, ব্লক-বি, সাইট নং-২৯ কুতুপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
৬। মোঃ কাউছার প্রঃ কসার, পিতা- জামাল আহম্মদ, সাং- ঘোনার পাড়া, কাদেরীয়া স্কুলের দক্ষিণ পাশে, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মোঃ রশিদ, পিতা-মৃত হাজী আব্দু শুক্কুর, সাং- দরগাহ পাড়া, খুরুলিয়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। বাদশা, পিতা- মৃত কবির আহম্মদ, সাং- হাশেমিয়া মাদ্রাসার পিছনে দক্ষিণ রুমালিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ নুরুল্লাহ প্রঃ কাজল, পিতা- মৃত ইসমাইল, সাং- পশ্চিম মুক্তারকুল, মিয়াজী পাড়া, বাংলাবাজার, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মিজান প্রঃ বিটু, পিতা- কাসেম মাঝি, সাং-পূর্ব পাহাড়তলী, ইসুলের ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।
৪। সাফিয়া আক্তার, স্বামী- আব্দু শুক্কুর, সাং- নতুন অফিস, ৪নং ওয়ার্ড, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-