কক্সবাজার জেলায় এমপিওভুক্ত হলো ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক •

সারাদেশে ২ হাজার ৭শ’ ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিওভুক্ত হয়েছে। এক সাথে এতো সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়া রেকর্ড। এই বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৫৫টি। এর মধ্যে মাদ্রাসা ২৭টি (দাখিল ২২টি, আলিম-৫টি), নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১১টি, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৩টি, ডিগ্রি কলেজ ১টি মহেশখালী ডিগ্রি কলেজ, ভোকেশনাল এসএসসি ২টি, এইচএসসি বিএম (কম্পিউটার) ১টি। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও উপস্থিত ছিলেন।

এমপিওভুক্তির মর্যাদা পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো–

কক্সবাজার সদরের আমেনা খাতুন গার্লস হাই স্কুল,চকরিয়া উপজেলার উত্তর বরইতলী হাই স্কুল, মালুমঘাট আইডিয়াল স্কুল, মহেশখালীর কুতুবজুম অফসোর হাই স্কুল, কুতুবদিয়ার আলী আকবর ডেইল হাই স্কুল, সাউথ খুরুশকুল মডেল হাই স্কুল, টিএমসি গার্লস হাই স্কুল, রামুর মনছুর আলী সিদকার আইডিয়াল স্কুল, আলফুয়াদ একাডেমী, টেকনাফের সাবরাং হাই স্কুল, নয়াপাড়া আলহাজ¦ নবী হোসাইন হাই স্কুল, হ্নীলা গার্লস হাই স্কুল, উখিয়ার থাইনখালী হাই স্কুল।

এমপিওভুক্তির মর্যাদা পাওয়া দাখিল মাদ্রাসা হলো-

চকরিয়ার দিগরপানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসা, বহদ্দার কাটা আল ইমাম মহিলা দাখিল মাদ্রাসা, ডুমখালী আল হেরা দাখিল মাদ্রাসা, মজিদিয়া দারুস সুন্নাহ পৌর দাখিল মাদ্রাসা, বরইতলী দাখিল মাদ্রাসা, মহেশখালীর তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা, বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা,

কুতুবদিয়ার দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদ্রাসা, কক্সবাজার সদরের কালু ফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা, ভোমারিয়াঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা,সদরের পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসা, ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, চৌফলদন্ডী নতুন মহল রহমানিয়া দাখিল মাদ্রাসা, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

টেকনাফের দারুত তাওহীদ ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, রংগীখালী খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা, কাটাখালী রওজাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসা, শামলাপুর দারুল ইসলাম মাদ্রাসা, উখিয়ার ফাতেমাতুজ জুহুরা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা, গয়াল মারা দাখিল মাদ্রাসা।

এমপিভুক্ত জেলার ৫ আলিম মাদ্রাসা হলো-

পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা, মহেশখালীর কালামারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা, সদর উপজেলার ভারুখালীর দারুল উলুম আলিম মাদ্রাসা, রামুর মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, উখিয়ার ফারিরবিল এম. কিউ. ডব্লিউ আলিম মাদ্রাসা।

এছাড়া মহেশখালী ডিগ্রি কলেজ দীর্ঘদিন পর এমপিওভুক্ত হয়েছে। অন্যদিকে এসএসসি ভোকেশনাল গ্রেডে ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা ও মহেশখালীর আইল্যান্ড হাই স্কুল ঘোষিত তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে। তাছাড়া এইচএসসি বিএম প্রতিষ্ঠানের তালিকায় কুতুবদিয়ার টেকনিক্যাল এ- বিএম কলেজ (কম্পিউটার বিভাগ) এমপিওভুক্ত হয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সহ শিক্ষা পরিবারের সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর এ উদ্যোগ দেশের শিক্ষাক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

আরও খবর