প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

২২ অক্টোবর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকা ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত “টেকনাফ ভুঁয়া স্থায়ী ঠিকানা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেওয়ার হিড়িক” শিরোনামে প্রকাশিত আংশিক সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যাখা দিয়েছেন টেকনাফ পৌরসভা ৬নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার অমুল্য রুদ্রের পুত্র খোকন রুদ্র।

তিনি জানান, গত ২৩ অক্টোবর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ও বেশ কয়েকটি অন-লাইন নিউজ পোর্টালে আমি নাকি ভুঁয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়ার আবেদন করেছি।

প্রকৃত সত্য কথা হচ্ছে আমি খোকন রুদ্র বাংলাদেশের একজন সঠিক নাগরিক এবং অত্র এলাকায় সবার কাছে মাষ্টার খোকন হিসাবে পরিচিত। আমি ছাত্র জীবন থেকে অত্র এলাকায় শিক্ষকতা করে আসছি। তার পাশাপাশি টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র। ২০০৯ সালে উক্ত কলেজ থেকে এইচএসসি পাস করার পর কক্সবাজার সরকারী কলেজে ভর্তি হয়ে অনার্স-মাষ্টার্স পাস করতে সক্ষম হয়েছি এবং আমার জন্ম নিবন্ধন,জাতিয় পরিচয় পত্র সব কিছু টেকনাফ পৌরসভার।

অথচ আমার প্রতিপক্ষের ভাইয়ে রা সংবাদ কর্মিদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। মুলত পক্ষে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেওয়া প্রতিযোগী ভাইয়েরা আমার মেধা ও দক্ষতা দেখে দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে গায়েল করার চেষ্টা করছে। তাই আমি মনে করি আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট।

উক্ত সংবাদ পড়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে কোন নিউজ করার আগে সঠিক তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
খোকন রুদ্র,
পিতা-অমুল্য রুদ্র,
মাতা-পারুল রুদ্র,
৬নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা

আরও খবর