আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল
কক্সবাজার সদরের মাইজ পাড়া এলাকায় র্যাবের অভিযানে ৪হাজার ৩শ ৪৯পিস ইয়াবাস সালামত উল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবগঠিত র্যাব ১৫।
২৩ অক্টোবর (বুধবার) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সদরের মাইজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হলেন, কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকার নুরুল হকের ছেলে সালামত উল্লাহ (৪০)।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মাইজপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৪হাজার ৩শ ৪৯পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ লাখ ৭৪ হাজার পাঁচশ টাকা।
আটক সালামত উল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-