নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদর উপজেলার লিংকরোডস্থ বিসিক শিল্প নগরীর কারখানায় অভিযান চালিয়ে ১টি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২টি কারখানাকে সাময়িকভাবে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এডি ও বিসিকের কর্মকর্তাগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় সাগর কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নিপা অয়েল এন্ড ফ্লাওয়ার মিলস ও কক্সবাজার ফ্লাওয়ার মিলস লিমিটেডকে সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এডি ও বিসিকের কর্মকর্তাগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-