মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা প্রদানে অনৈতিক অর্থ নেওয়া ও অনৈতিক অর্থের বিনিময়ে একজনের জমির ক্ষতিপূরণের টাকা অপরজনকে দেওয়ার অভিযোগ এনে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আফসারুল আফসার সহ ১৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত ২৫/২০১৯ নম্বর ফৌজদারী দরখাস্তটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ খারিজ করে দিয়েছেন।
বুধবার ২৩ অক্টোবর কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর আদালতে ফৌজদারী দরখাস্তটি দায়ের করা হয়েছিলো। বিষয়টি কক্সবাজার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন নিশ্চিত করেছেন।
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মরহুম ডা. আমান উল্লাহ’র পুত্র কেফায়েতুল ইসলাম বাদী হয়ে ফৌজদারী দরখাস্তটি দায়ের করেছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারী দরখাস্তটি তদন্ত করতে দেওয়ার মতো কোন উপাদান না থাকায় দরখাস্তটি খারিজ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-