গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ নাফনদী সীমান্ত এলাকা থেকে ফের ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করল বিজিবি।ত বে এই ইয়াবা গুলো মালিকবিহীন।
তথ্য সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বুধবার ভোর রাত সাড়ে তিন টার দিকে ২ বিজিবি সদস্যদের অভিযানে দমদমিয়া নাফনদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় থেকে ইয়াবা এই বড় চালানটি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,
বুধবার ভোররাতে টেকনাফ দমদমিয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান খালাস করার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ঐ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষন পর ৪/৫ জন লোক সাঁতরিয়ে নাফনদী সংলগ্ন হাজির খাল কেওড়া বাগান এলাকা দিয়ে উঠে যেতে দেখে, বিজিবি টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পাচারকারীরা অন্ধকারে তাদের কাঁদে থাকা ইয়াবাভর্তি ব্যাগ গুলো ফেলে দিয়ে সু-কৌশলে দ্রুত পালিয়ে যায়। এরপর টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে উক্ত স্থান থেকে ১২কোটি, ৯০ লক্ষ টাকা মুল্যমানের ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে।
বিজিবি কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ২ বিজিবি দপ্তরে জমা রাখা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-