ডেস্ক রিপোর্ট :
ভাড়া বাসা থেকে নারীসহ পুলিশের এএসপি কামরুল হাসানকে আটক করে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। আটক কামরুল নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা। অভিযুক্ত কামরুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদে কর্মরত।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর রংপুর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ার ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে থানায় নিয়ে আসেন।
জানা যায়, রোকসানা পারভীন স্মৃতি নামে এক নারীকে এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছেন না। মঙ্গলবার স্মৃতির সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এক ঊধ্বতন কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে।
মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ ১ হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। এ দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।
রংপুর কোতোয়ালি থানা ওসি আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-