আবদুল্লাহ আল আজিজ :
উখিয়ার পালংখালী বিওপি’র বিজিবি সদস্যগণ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে।
আটক যুবক উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল গ্রামের কলিমুল্লাহ প্রকাশ কলির ছেলে।
কক্সবাজার -৩৪ বিজিবির উপ পরিচালক
মোঃ তাজমিলুর ইসলাম জানান, উখিয়ার পালংখালীর উত্তর রহমতের বিল এলাকায় বুধবার (২৩অক্টোবর) ভোর ৪ টার দিকে চোরাচালান বিরোধী অভিযান করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ইয়াবা সহ জামাল উদ্দিন (২৭) বিজিবি সদস্যদের হাতে আটক হয়। পরে ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
জামাল উদ্দিনকে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে বলে বিজিবি জানিয়েছেন।
এছাড়াও উক্ত মামলায় একই গ্রামের কলিমুল্লাহর কামাল উদ্দিন (২৯) ও জসিম উদ্দিন (২০) সহ আমিন মিস্ত্রির ছেলে মোঃ হারুন মিয়া(২১) ও মৃত হোসেন আলীর ছেলে জানে আলম (৩০) কে পলাতক আসামী করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-