গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফে র্যাব-১৫ সদস্যরা প্রধান সড়কে একটি অভিযান পরিচালনা করে ৪০ লক্ষ টাকা মূল্যমানের ইয়াবা ও একটি মোটর বাইকসহ সাহাব উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত কর্মকর্তা জানান, ২২অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫, (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদ পেয়ে সেই তখ্যের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজার ব্রীজের উপর একটি চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আরোহী পশ্চিম সাতঘরিয়া পাড়ার হাজী আব্দুল মালেকের পুত্র সাহাব উদ্দিন (২৪) কে থামিয়ে মোটর সাইকেল তল্লাশী করে সীটের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৮ হাজার পিস ইয়াবা,মোটর সাইকেল ও মুঠোফোনসহ আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-