নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদর থানাধীন লাইট হাউজ সংলগ্ন সাজ্জাদ আবাসিক কটেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তাঁরা হলেন মহেশখালী উপজেলার গোরকঘাটার দক্ষিণ নলবিলা সোনাজানপাড়ার মোঃ শরীফের পুত্র আবুল বশর (৩১) ও চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা, ৭ নং ওয়ার্ড’র আব্দুল মালেক এর পুত্র মোঃ ওসমান (২০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কলাতলীর লাইট হাউজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার সাজ্জাদ আবাসিক কটেজ থেকে পকেট থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সৌমেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই দিন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের বাহারছড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় ইয়াবা সেবন কালে ৩ জনকে আটক করে প্রত্যেককে ১০ দিন করে ভাম্রমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-