সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবার মাঝে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে

 


সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল • 
“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যকে ধারণ করে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষ্যে ২২ অক্টোবর স্থানীয় প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে সকালের দিকে এক র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাবেক মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, এডিএম মোঃ শাহজাহান আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথাইনো চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবার মাঝে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। যাত্রী, পথচারী, চালক, কর্তৃপক্ষসহ সকলেই ট্রাফিক আইন মেনে চললেই সড়ক দূর্ঘটনা অনেকটা কমে আসবে। স্বাভাবিকভাবে আমাদের দেশে আইন মেনে চলার প্রবণতা একটু কম। এটা কখনো কারো কাম্য নয়।

আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আইন মেনে চলতে অভ্যস্থ হতে হবে। কক্সবাজার শহরের যানজটে মানুষের জীবনযাত্রা অনেকটা দুর্বিসহ উঠেছে। এ যানজট নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জাতীয় নিরাপদ সড়কের কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকল স্তরের জনসাধারণকে অংগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন নিসচা’র কক্সবাজার জেলা সভাপতি মো:জসিম উদ্দিন কিশোর।

আরও খবর