কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারস্থ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) উখিয়া থানাধীন থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে।
র্যাব-১৫ এক মেইল বাতায় জানায়, গোপন সংবাদের তারা জানতে পারে যে, ২১ অক্টোবর সোমবার কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া থানাধীন থাইংখালী বাজারের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৫ টায় র্যাব-১৫’র একটি দল আভিযান চালিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প নং-সি-২৯, ব্লক-জি-৪ এর মৃতঃ আবু সৈয়দের পুত্র সৈয়দ আহমেদ (২১) এবং থাইংখালী, রোহিঙ্গা ক্যাম্প নং-১৩, ব্লক-২০ এর হাফেজ নজিমুল্লাহর পুত্র মোঃ সেলিম (২০)কে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৪ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-