মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদকে সভাপতি, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুরকে সাধারণ সম্পাদক করে কমিউনিটি পুলিশিং কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ২১ অক্টোবর কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং এর কক্সবাজার জেলাভূক্ত ৮ উপজেলা ও ৪ টি পৌরসভা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদকে সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুরকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বিশ্বস্ত সূত্র এতথ্য নিশ্চিত।
সূত্রটি জানান, কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি ঘোষনার আগে মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটিটি বিলুপ্ত করা হয়। প্রসঙ্গত, কমিউনিটি পুলিশিং এর বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম এডভোকেট আমজাদ হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-